শোকজের উত্তর দিতে শনিবার সংবাদ সম্মেলন করবেন মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫ পিএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৩:৪৪ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
দলের পক্ষ থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাওয়ার পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আগামী শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় তার বনানীর বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সোমবার বিএনপির দুই ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সাংবাদিক শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় বিএনপি। তাদের দুজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
দলের নাম ব্যবহারের মাধ্যমে নেতা-কর্মীদের বিভ্রান্ত করে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে শওকত মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে এবং হাফিজ উদ্দিন আহমেদকে পাঁচ দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, দলের শোকজের চিঠি পেয়েছি। চিঠির উত্তর প্রস্তুত করছি। শনিবার সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরব।