ভৈরব পৌর বিএনপির আহবায়কের পিতার ইন্তেকালে শরীফুল আলমের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১০ পিএম, ১২ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৪৮ এএম, ৫ অক্টোবর,শনিবার,২০২৪
ভৈরব পৌর বিএনপির আহবায়ক ও ভৈরব পৌর সভার সাবেক মেয়র হাজী মোঃ শাহীন এর পিতা মোঃ সিরাজ মিয়া (৮৫) রবিবার সকাল ৮ টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন ( ইন্না ইলাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি ৪ কন্যা ২ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
হাজী মোঃ শাহীন এর পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি,র সভাপতি ভৈরব, কুলিয়ারচরের গন মানুষের নেতা শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব হাজী আসমত কলেজের সাবেক ভিপি মজিবুর রহমান দৈনিক দিনকাল পত্রিকার ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমান, ভৈরব উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, সহ ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক, শ্রমিকদল, কৃষকদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
রবিবার বাদ আছর কালীপুর হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে, কালীপুর গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।