বিএনপি'র সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালু ও জাসাস এর কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৮ পিএম, ১২ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৯:২৩ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া সাংগঠনিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পূণর্গঠন প্রক্রিয়া ইতোপূর্বে স্থগিত করা হয়েছিল।
বাংলাদেশে করোনা মহামারী এখনো বিরাজমান। বাস্তবতার নিরীখে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পূণর্গঠন পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দেশব্যাপী দলের নেতাকর্মীদের প্রতি সামাজিক দুরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।
এদিকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর মেয়াদোত্তীর্ণ জাতীয় নির্বাহী কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়।