জামালপুরে মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ১০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:২৭ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা মহিলা দল।
গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্টেশন রোডস্থ বিএনপি অফিসে জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সদস্য সচিব শাহ মাসুদ, ওলামে দলের আহবায়ক গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা সাইদা বেগম শ্যামা, সাংগঠনিক সম্পাদক শামীমা বেগম রুবী, মহিলা দল নেত্রী সুবনা, পিয়ারা হায়দার প্রমূখ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।