মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান এর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৩ পিএম, ৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৫৩ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতৃবৃন্দরা আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, (সদস্য, জাতীয় স্থায়ী কমিটি বিএনপি),ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, (সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি)।
আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, দলের ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবি, নেওয়াজ হালিমা আর্লি, ইয়াসমিন আরা হক এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ও দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ মহিলা দলের সিনিয়র নেত্রীবৃন্দ।