বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৮ এএম, ৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৫২ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে করা পরিবারের আবেদন আজ বুধবার পৌঁছেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এর আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে মতামত চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার পরে আবেদনটি আমার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো। আইন মন্ত্রণালয় মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য মতামতসহ আবেদনটি প্রধানমন্ত্রীর দফতরে পাঠাবে। তবে এ নিয়ে খোলাসা করেননি আইনমন্ত্রী।
তিনি বলেন, আবেদনটি যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে ততক্ষণ কি মতামত দেয়া হয়েছে তা বলা সম্ভব নয়। গত সপ্তাহে বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। এদিকে বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, মুক্তি পেলে বেগম খালেদা জিয়া পালিয়ে যাবেন না।