স্বাধীনতা শীর্ষক স্মারক পত্রিকার মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৮ পিএম, ৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:০৩ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে 'ছবির গল্প' সিলেট থেকে প্রকাশিত হলো ২৪ পাতার স্বাধীনতা' শীর্ষক স্মারক পত্রিকা।
এ উপলক্ষে নগরির অভিজাত একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মহানায়ক ছিলেন। যিনি স্বাধীনতার ঘোষনা দিয়ে গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। অর্থাৎ একটা অন্ধকার সময়ে আশার আলো দেখিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সকল ঘৃন্য মিথ্যাচারের বিষবাষ্পের বিরুদ্ধে দেশের তরুন সমাজকে সচেতন করতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের উপর নিরপেক্ষ গবেষনার পাশাপাশি ডিজিটাল ও প্রিন্ট মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট এবং পাবলিকেশন্স এর মাধ্যমে সর্বত্র সত্য ছড়িয়ে দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
'স্বাধীনতা' শীর্ষক স্মারক পত্রিকার প্রকাশক, দৈনিক দিনকালের স্টাফ ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ-এর সভাপতিত্বে এবং ছবির গল্প সিলেট এর সমন্বয়ক অলি চৌধুরী ও নির্বাহী সম্পাদক মোঃ এলিন শেখ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও ছবির গল্পের উপদেষ্টা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস (ভার্চ্যুয়াল), স্বাধীনতার সুবর্ণজয়ন্তী রাজশাহী বিভাগীয় মিডিয়া কমিটির আহবায়ক ও ছবির গল্পের উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমন (ভার্চ্যুয়াল) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, পত্রিকার সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা যুবদলের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, স্মারক নোমান, ছবির গল্প পাবনার উপদেষ্টা হাসাদুল ইসলাম হিরা, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কাদির জিলা, ফেঞ্চুগঞ্জ ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন চেয়ারম্যান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহমদ জিলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রজব আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, অস্ট্রেলিয়া জাসাসের সাধারণ সম্পাদক ও ছবির গল্প অস্ট্রেলিয়া সমন্বয়ক মোহাম্মদ জুমান হোসেন (ভার্চ্যুয়াল), পাবনা জেলা যুবদলের দফতর সম্পাদক আব্দুর রায়হান নয়ন, ছবির গল্পের প্রতিষ্ঠাকালীন সদস্য তাইজুল ইসলাম প্রমুখ।