ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, শাস্তি দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১১ পিএম, ৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৪৯ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিজভী আহমেদ ওশানের বিরুদ্ধে মহানবী (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। সে নড়াইল জেলা ছাত্রলীগের সদস্য। অভিযুক্তের বিচার চেয়ে গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তার বিচার দাবি করেছেন।
জানা গেছে, সম্প্রতি চন্দ্রনাথ পাহাড়ে আযানের ঘটনায় দুজন মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে মহানবী (সা:) কে জড়িয়ে একটি স্ট্যাটাস দেয় ওশান। স্ট্যাটাসে তিনি লেখেন, চন্দ্রনাথ পাহাড় হিন্দুদের তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়। সেখানে গিয়ে 'এখানে একদিন ইসলামের পতাকা উড়াবো' বলা যদি অপরাধ না হয়ে থাকে তাহলে মহানবী কে কটূক্তি করাও কোন অপরাধের পর্যায়ে ফেলানো যায় না। তার এ পোস্টে ইসলাম ধর্ম ও মহানবী (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন সময় সে ইসলাম সম্পর্কে কটূক্তিমূলক পোস্ট করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
এবিষয়ে শাখা ছাত্রলীগ নেতা রেজওয়ান উল ইসলাম বলেন, ব্যক্তিগতভাবে এই ছেলেকে না চিনলেও অনেক আগে থেকেই এর বিরুদ্ধে মারধর/হুমকি দেয়া সহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ শুনেছিলাম। পরে জানতে পারি সে ইসলাম ধর্মের মৌলিক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে কটাক্ষ করে। সম্প্রতি মহানবী (সাঃ) কে নিয়ে জড়িয়ে দেয়া স্ট্যাটাস অত্যন্ত আপত্তিকর। তার বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ নেয়া জরুরি।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ বলেন, ছাত্রলীগের গঠণতন্ত্রে এমন কোন কথা নেই যা ধর্মবিদ্বেষী। কেউ যদি ছাত্রলীগের নাম ধারণ করে সংগঠনকে ধর্মবিদ্বেষী প্রমাণের চেষ্টা করে তাহলে তার উচিৎ গঠণতন্ত্র ভালোভাবে পড়া। কোন ধর্মের বিষয়ে কটূক্তি করা ছাত্রলীগ সমর্থন করেনা। কেউ তা করলে তার শাস্তি হওয়া উচিৎ।
এবিষয়ে ভিসি স্যারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।