বেগম জিয়াকে মুক্ত করতে না পারলে দেশে গণতন্ত্র আসবেনা - ডা, এ জেড এম জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৩ পিএম, ৬ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১২:২৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি'র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা, এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে দেশে গণতন্ত্র আসবে না। তাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে প্রয়োজন মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ সংগঠন। দুর্দিনে অনেক নেতা না থাকলেও দলের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা সব সময় বেগম জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ছিলেন এবং এখনও আছেন।
আজ সোমবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ মহানগর বিএনপি‘র পুর্নগঠন বিষয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনিএসব কথা বলেন।
মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দলের রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, মহানগর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ সভাপতি আলহাজ্ব কাওছার জামান বাবলা, রুহুল আমিন বাবলু, মুক্তিযোদ্ধা আনছার আলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান লাকু, মির্জাবাবার বাবলু, বসুনিয়া আশফাকুল ইসলাম আজাদ, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান মোস্তফা, নইম আহম্মেদ, দফতর সম্পাদক আবু আলি মিঠু, সহ দফতর সম্পাদক বিপু প্রমূখ।
অধ্যাপক জাহিদ হোসেন আরো বলেন, তৃনমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দেলনে ঝাপিয়ে পড়তে হবে। দেশের লুণ্ঠিত গণতন্ত্র পুনুরুদ্ধার করতে হবে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করতে হবে। তা না হলে গনতন্ত্র আসবেনা। বেগম জিয়ার মুক্তি হবেনা। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবেনা। এ জন্য আর চাপিয়ে দেয়া কমিটি নয়। দলের তৃনমূল পর্যায়ের নেতা কর্মীর মতামতের উপর ভিত্তি করে গনতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের উদ্যেগ গ্রহন করা হয়েছে।
এছাড়াও তিনি দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবার উদাত্ব আহবান জানান।