স্বাধীনতার এতো বছর পরও সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করছে-কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৪ এএম, ১৫ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১২:০৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্য নিয়ে বিএনপির ভূমিকা পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এটা প্রমাণিত।
আজ সোমবার সকাল ৯টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে মৌলবাদী অপশক্তির যে বিষবৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, শেখ হাসিনার নেতৃত্বে সকলে মিলে তা উৎখাত করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাই ছিল অসাম্প্রদায়িক রাজনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদ। অসাম্প্রদায়িক রাজনীতির লক্ষ্য নিয়ে জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর জিয়াউর রহমান, এরশাদ ও বেগম খালেদা জিয়া মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেছেন। তাই মৌলবাদীদের শিকড় অনেক গভীরে। এককথায় এদের মূলোৎপাটন করা সম্ভব নয়।