সরকারের পদত্যাগ দাবিতে উত্তাল মুক্তাঙ্গন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪০ এএম, ১৫ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০১:২৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বর্তমান ক্ষমতাসীন সরকারের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করেছে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুর ১টার পর থেকেই জিপিও হয়ে পল্টন মোড় ঘিরে মুক্তাঙ্গনে অবস্থান নিতে শুরু করেন হাজার হাজার নেতাকমী।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের পদত্যাগ দাবিতে মুক্তাঙ্গনসহ আশপাশের পুরো এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য সেখানে অবস্থান নিয়েছে। তখন গোটা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। নেতাকর্মীদের অবরোধে পল্টন থেকে গুলিস্তান, প্রেসক্লাব ও কাকরাইলের সব রাস্তা অচল হয়ে পড়েছে। দুপুরের দিকে পুরানা পল্টন, মুক্তাঙ্গন হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে দেখা যায়। তবে মুক্তাঙ্গন ঘিরে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি চোখে পড়লেও অবরোধকারীদের কোনও রকম বাধা দিতে দেখা যায়নি। এখনও পর্যন্ত অবরোধ ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি।