সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০২ পিএম, ৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:০৩ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ থানা বিএনপি আজ শুক্রবার বেলা ১১ আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করেছে। আলোচনা সভায় সভাপতির বক্ত্যেবে কাঁচপুর শিল্পাঞ্চল বিএনপির সভাপতি হাজী সেলিম হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। শহীদ জিয়া কারনেই আজ আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাচ্ছে। শহীদ জিয়া রনাঙ্গনে যুদ্ধ করেছেন আপনাদের মত ভারতে পালিয়ে জাননি। তবে এদেশের জনগন আবারো প্রমান করেছে জিয়াউর রহমান মানুষের হৃদয়ে বেচেঁ আছে। তিনি ছিলেন এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের নেতা। তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তি মূলক কথা বললে দেশের জনগণ কখনই আপনাদের ছাড় দিবে না।
তিনি বলেন, যখনই রাতের আধারে ভোট চোরি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখনই এদেশে লুট, ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজী, ভূমিদস্যুতা বেড়ে যায়্ দেশের মানুষের বাক-স্বাধীনতা, মৌলিক অধিকার ছিনিয়ে নেয়া হয়। যেটা ঘটে ছিলো ১৯৭২ থেকে ৭৫ পযর্ন্ত। আওয়ামী লীগ কখনই জনগনের উপর আস্থা রাখতে পারে না তাই প্রশাসনের কাধে বন্দুক রেখে ক্ষমতা ধরে রেখেছে।
উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পীর মোহাম্মদ পীরু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, জেলা সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, সোনারগাঁ যুবদল সদস্য আমজাদ হোসেন, জেলা ছাত্রদল নেতা রুবেল হোসাইন, সোহেল রানা, সোনারগাঁ থানা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জসিমউদ্দিন, আলমগীর প্রমুখ ।