তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রাবি ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৮ পিএম, ৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:৪৪ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক জনাব তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের সঞ্চালনায় সকাল ১১ টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, সাবেক রাসিক মেয়র জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ হাবিবুর রহমান এবং প্রফেসর ড.মুহাম্মদ রেজাউল করিম।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোজাদ্দেদ জামানি সুমন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সর্দার জহুরুল, মেহেদী হাসান খান, আহসান হাবীব, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, জহিরুল ইসলাম, আব্দুল লতিব সম্রাট প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য ফারুক হোসেন, আবির হাসান হিমেল, আতিক শাহরিয়ার আবির, নাফিউল ইসলাম জীবন, সৌমেন রায়, তুষার শেখ, মোল্লা সানজিদুল ইসলাম সুর্য, তাকবীর আহমেদ ইমন, আবু জুয়েল, রাসেল রানা, মোহায়মিনুল ইসলাম, বাপ্পী সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারুফ হোসেন।