খুলনার খালিশপুরে বকুলের উদ্যোগে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪০ এএম, ৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৪৯ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফিরাত কামনা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় খুলনা মহানগরীর অন্তর্গত খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে তরুণ বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক দিকনির্দেশনায় ও খালিশপুর থানা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খালিশপুর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম জিয়ার সভাপতিত্বে এবং খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির অন্যতম সহ সভাপতি স ম আব্দুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি শেখ জাহিদুল ইসলাম, খুলনা মহানগর মহিলাদলের সভানেত্রী রেহেনা ইসা, খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম পাখি, খুলনা মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুরশিদ কামাল, খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক একরামুল হক হেলাল, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস, খুলনা মহানগর বিএনপির প্রবীণ নেতা জহর মীর, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, খোদাবক্স কুরাইশি কালু, তসলিম উদ্দীন, মতলেবুর রহমান মিতুল, মশিউর রহমান খোকন, রফিকুল ইসলাম রফিক, সাবেক ভিপি রুবায়েত হোসেন বাবু, সুলতান মাহমুদ, নুর ইসলাম বাচ্চু, গোলাম মোস্তফা ভুট্টো, মেহেদী মাসুদ সেন্টু, আব্দুল আজিজ সুমন, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, জাহিদুর রহমান রিপন, সাইফুল ইসলাম সান্টু, আনজিরা বেগম, আফরোজা জামান, নিঘাত সীমা, মিসেস মনি, পারুল, কাওসারী জাহান মঞ্জু, বিউটি আক্তার, মাহমুদ হাসান শান্ত, বাবুল, গাজী সালাউদ্দিন, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, সত্যানন্দ দত্ত, আরিফুর রহমান শিমুল, খায়রুজ্জামান শামীম, এম এম জসিম, মঈনউদ্দিন নয়ন, মোঃ নাজমুল হোসেন বাবু, মোতালেব হোসেন, সিরাজুল ইসলাম, মাসুম খান, আরিফুর রহমান আরিফ, আল আমিন তালুকদার, আসলাম খান লিটন, আব্দুল আল ফয়সাল প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, দেশ ও দলের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশে রুপান্তর করেছিলেন। তার অমর কীর্তির জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের মনিকোঠায় তিনি সম্মানের আসনে আসীন হয়েছেন। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননেতা জনাব তারেক রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বে এবং খুলনার গণমানুষের মানবিক নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় আবারো অচিরেই বিএনপি খুলনার মাটিতে নিজেদের সোনালী অতীত ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।