গফরগাঁও ও পাগলায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ এএম, ৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:২২ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা, পৌরসভা ও পাগলা থানা বিএনপির উদ্যোগে পাগলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালী অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিএনপি নেতা আবু সাঈদ মাস্টারের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, দোয়া মাহফিলে ও র্যালীতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সফল রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, দেশপ্রমিক মানুষ হিসাবে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, দেশে সার্বভৌমত্ব শক্তিশালী করা, একটি সঠিক জাতীয় পরিচয় দেয়া, দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা অর্থনীতি শক্তিশালী করা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে গেছেন। শহীদ জিয়া তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে, ইতিহাসে স্থান করে নিয়েছেন।
আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বর্তমান সরকার করোনা মোকাবেলাসহ সর্বক্ষেত্রে ব্যর্থ। এই সরকার লুটপাটের সরকার, মাদকে ছেয়ে গেছে দেশ, শিক্ষা ধ্বংসের ধারপ্রান্তে। এই সরকার গুম, খুন, মামলা-হামলায় ব্যস্ত। সরকার বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন ধ্বংস করে দিয়েছে। এদেশের মানুষের অধিকার আদায়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রহসনের বিচারে বন্ধী করে রেখেছে।
আক্তারুজ্জামান বাচ্চু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য পরিচালনায় সারাদেশে তৃণমূলে পূনর্গঠন প্রক্রিয়া শেষ পর্যায়ে। অতি দ্রুত তারেক রহমান দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রামের ডাক দিবেন। এদেশের সর্বস্তরের মানুষ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে ভোটাধিকার, গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে ইনশাল্লাহ।
উক্ত আলোচনা সভা , দোয়া মাহফিল ও র্যালীতে পাগলা থানা বিএনপি নেতা শেখ মোঃ ইছমত, মোসাদ্দেক হোসেন মানিক, মকবুল হোসেন, আমিনুল ইসলাম বাবুল, মিজানুর রহমান, মোঃ বাদল মিয়া, গফরগাঁও উপজেলা বিএনপি নেতা বজলুর রহমান, আতিকুল ইসলাম বাবুল, রফিকুল ইসলাম, এফএম রফিউজ্জামান ওয়াসিম, নাজমুল আলম, আব্দুর রহমান, শহিদুল ইসলাম, পৌর বিএনপি নেতা আবুল কালাম আজাদ, পাগলা থানা জাসাসের সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন তপন, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উজ্জল আহমেদ পাপ্পু, স্বেচ্ছাসেবক দল নেতা মঈনুল হোসেন রুবেল, আবদুল্লাহ রিপন, মোস্তাকিম বিল্লাহ মাস্তান, মাহমুদুল হাসান রুবেল, হাবিবুল্লাহ খান, মোঃ বাবুল মিয়া, আব্দুল কাইয়ুম, হাকিম মিয়া, তপন বেপারী, যুবদল নেতা জিয়াউল হক স্বপন, হাসিম উদ্দিন, আব্দুল আউয়াল , মোঃ হাসান, মোহাইমিনুল ইসলাম জনি, চন্দন সরকার, তাফাজ্জল হোসেন, পাগলা থানা তাঁতী দলের সদস্য সচিব রতন শেখ, যুগ্ম আহ্বায়ক আক্তার ফকির, মোঃ ইকবাল, পাগলা থানা ছাত্রদলের সদস্য সচিব সুখেন আকন্দ, যুগ্ম আহ্বায়ক আবু সায়েম ফরহাদ, শামীম আজাদ, আবু নাঈম, গফরগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবিএম নাঈম পাপেল, রিমন মিয়া, ইশতিয়াক আহমেদ, গফরগাঁও সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আহাদ মিয়া তানিম, যুগ্ম আহ্বায়ক শিহাব হাসান, ছাত্রদল নেতা আসাদ মিয়া, অলি আহেদ, মোঃ রবিউল ইসলাম, মোঃ তারেক মিয়া, ইমরান আহমেদ, ইব্রাহিম মিয়া, সাইফুল ইসলাম শান্ত, সালমান আহমেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।