কেশবপুরে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৯ পিএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৩০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে বাংলদেশ জাতীয়তাবাদী দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকাল ৩ টায় আলোচনা সভা ও আছরের নামাজ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম. ত্রিমোহীনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাষ্টার কে এম খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শফিক, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী গাজি, সাঁগরদাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আমানত আলী, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা বাবু, বিএনপি নেতা আলমগীর কবির বিশ্বাস, থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল হালিম অটল, মেহেদী হাচান শিপন, ইয়াছিন মোড়ল, মেহেদী হাসান বিশ্বাস, মেহেদী হাচান হিমেল, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ. পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিমোহীনি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কবির আলমগীর ডালু, সাঁগরদাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর হাসান লাভলু, সংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সংগঠনিক সম্পাদক মাষ্টার রবিউল আলম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাষ্টার আবুল কাশেম, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দীন গাইন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার রেজাউদ্দৌলা নিজাম, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমেদ আলী, বিএনপি নেতা মাজেদুর রহমান, রুবেল হাসনাত পাশা, ইউসুফ আলী, আব্দুল মালেক, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, ডাক্তার তবিবুর রহমান, আব্দুস সালাম প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক জননেতা তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।