অবৈধরা পতনের শব্দ শুনে দিশেহারা মোশারফ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪২ পিএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৪৯ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার কাহালু চারমাথাস্থ ডাঃ কোহিনুর কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক আলোচনা সভায় ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোশারফ হোসেন।
তিনি বলেন, এ সরকার অবৈধ। জনগণের মধ্যে এ সরকারের কোন জনপ্রিয়তা নেই। তাই তারা প্রতিনিয়ত হীনমন্যতায় ভোগে। এই জন্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে। তাঁর জনপ্রিয়তায় ভীত হয়ে সবসময়ই আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই অবৈধ সরকার পতনের ধ্বনি শুনে দিশেহারা হয়ে পড়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির আহবায়ক ও বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন।
কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নেছার উদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাদল, যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, বিএনপিনেতা কাজী আব্দুর রশিদ, ফরিদুর রহমান ফরিদ, আনিছার রহমান আনিছ, হুমায়ন কবির খোকা, অধ্যক্ষ রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন আজাদ, প্রভাষক হাফিজার রহমান বাবু, ফরিদ উদ্দিন ফকির, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আলহাজ্ব আজিজার রহমান বাবলু, আলহাজ্ব আব্দুল করিম, জিল্লুর রহমান মিন্টু, মনসুর রহমান, ইব্রাহীম আলী, আব্দুস সামাদ মন্ডল, মকবুল হোসেন, আব্দুর রশিদ, আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার পুটু, আলমগীর আলম কামাল, আলহাজ্ব সৈয়দ খিজির হায়াত মুসা, আবু তালেব সাকি, ইদ্রিস আলী, সবুর খান, মাকছুদুর রহমান মুঞ্জু, মোহাম্মাদ আলী ভূইয়া, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন, পৌর যুবদলের আহবায়ক পারভেজ আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক মো. শাহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহম্মেদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আজিজুল হাকীম, সদস্য সচিব মোস্তাকিন রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জর আল গেফারী, যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, পৌর কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সামছুল হক, পৌর শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদলনেতা শাহিনুর ইসলাম, মিলন সরদার, সাব্বির আহম্মেদ, আল আমিন, সাইফুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রদলের অন্যতম সদস্য রাকিব ইমতিয়াজ শাওন, ছাত্রদল নেতা রাকিব, হাবিব, মুরাদ হাসান, মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, মুরাদ আহম্মেদ মধু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।