কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৬ এএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৫৪ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
আজ বুধবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ এবং জনগণের প্রয়োজনে এক ঐতিহাসিক ক্ষণে ১৯৭৮ সালে আজকের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিলো। দিবসটিতে সারাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের যৌথ উদ্যাগে ভেড়ামারা বিএনপি কার্যালয়ে সকাল ১১ঘটিকার সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ জননেতা জনাব শিহাবুল ইসলাম (সাবেক চেয়ারম্যান) এর সভাপতিত্বে দিবস এর কার্যকম অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, থানা বিএনপির সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ভেড়ামারা সাবেক মেয়র এ্যাড.তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম বিশু, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু আরো উপস্থিত ছিলেন জুনিয়াদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ বকুল, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী টুকু, বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বর, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, মোকারমপুর ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুল ওয়াব।
আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল আজিজ (সাবেক কমিশনার), আসলাম উদ্দিন, বিএনপি নেতা মেহেদী হাসান টিপু, রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের সম্ভাব্য আহবায়ক প্রার্থী জাহিদুল ইসলাম লাভলু, সম্ভাব্য সদস্য সচিব প্রার্থী শামীম রেজা শামীম, যুবনেতা মিনারুল ইসলাম, সোহেল আহমেদ, এনামুল হক, রুহুল আমিন, রুহুল ইসলাম, পৌর যুবদলের সম্ভাব্য আহবায়ক প্রার্থী নজিবুল হক সুমন, সদস্য সচিব প্রার্থী আবুল কালাম আজাদ, যুবনেতা মতিয়ার রহমান, আপেল, সুজন, সাঈদ, নরো, সাচ্ছু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সম্ভাব্য আহবায়ক প্রার্থী, বর্তমান সভাপতি সাবেক ছাত্রনেতা সাইফুল আলম রোকন, সদস্য সচিব প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মখলেছুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা শাহিন উদ্দিন, মোস্তাফিজুর রহমান রিয়েল, তাঞ্জিল খান, মহিলাদলের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, পৌর সাধারণ সম্পাদক ডলি খাতুন, জাতীয়তাবাদী ছাত্রদলের সম্ভাব্য আহবায়ক প্রার্থী এস এম রানা আহমেদ, জনি আহমেদ, তরিকুল ইসলাম প্রমুখও নেতৃবৃন্দ।