চট্টগ্রামে দক্ষিণ জেলা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০০ পিএম, ১ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ১২:৫০ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে আজ বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমদ খানের নেতৃত্বে র্যালি সহকারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম’র স্মৃতি বিজড়িত ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, জনগণের করোনা টিকা নিশ্চিত করতে ব্যর্থ সরকার জনদৃষ্টি অন্যদিকে ফিরাতে শহীদ জিয়ার বিরুদ্ধে কুটক্তি ও ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ সরকারের চালাকী খুব ভালভাবে জানে ও বুঝে। শহীদ জিয়ার বিরুদ্ধে কুটক্তি ও ষড়যন্ত্র রুখে দিবে জনতা। বিএনপির গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ হোউক গণতন্ত্র মুক্তি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে নিজেদের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন এনামুল হক এনাম, চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী, আব্দুল গাফ্ফার চৌধুরী, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু, সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন তালুকদার, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, এড. শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.এম. আব্বাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ হাসান চেয়ারম্যান, চেয়ারম্যান আবুল কালাম আবু, সরওয়ার হোসেন, মোঃ ইফতেখার, আব্দুর রহিম, মহিউদ্দিন কাজল, আবুল হোসেন, হারুন রশিদ, আহমদুল হক সিকদার, মোস্তাক আহমদ, মেহেদী হাসান সুজন, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ফোরকান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম, সদস্য সচিব মাহফুজুর রহমান আনিস, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু, জামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক এড. তৌহিদুল আলম মাসুদ সহ প্রমুখ।
চট্টগ্রাম মহানগর যুবদল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, কারা ইতিহাস রচনা করেছে আর কারা ইতিহাস ধর্ষণ করেছে জনগণ তা জানে। বীরউত্তম খেতাবপ্রাপ্ত একজন সেক্টর কমান্ডার যিনি সর্বোচ্চ ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো স্বাধীনতার ইতিহাস অন্যরকম হতে পারত, তাঁকে নিয়ে বিতর্ক সৃষ্টির এই অপচেষ্টা দেখে কারা স্বাধীনতা বিরোধী অপশক্তি তা সুস্পষ্ট হয়ে গেছে। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে নিজেদের নিস্বক্রিয়তা জনগণের সামনে উন্মোচিত হয়ে পড়ার ভয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকার প্রধান আজ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অস্বীকার করার মত বেহায়াপনা করছে। আজ ১ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টায় ষোলশহর ২ নং গেইট এলাকায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভার পরিচালনাকারী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, লাখো নেতাকর্মী-সমর্থককে হামলা, মামলা, নির্যাতন করেও মিডনাইট সরকার বিএনপিকে স্তব্ধ করতে না পেরে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বের ইতিহাস মুছে দেওয়ার নোংরা খেলায় মেতেছে। করোনা মহামারীর এই দু:সময়ে জনগণের অসহায়ত্ব মোচনের দিকে নজর না দিয়ে লুটপাট আর টাকা পাচারে ব্যস্ত এই অবৈধ সরকার নিজেদের অপকর্ম আড়াল করে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুড়িয়ে রাখার জন্যই ৭১এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধার অবদান ও তাঁর মাজার নিয়ে হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র যুবদলের নেতাকর্মীদের নিয়ে যেকোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন।
সভায় আরো বক্তব্য রাখেন নগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, নুর আহম্মদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, মো: মুছা, মিয়া মো: হারুন, সাহাব উদ্দিন হাসান বাবু, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, মুজিবুর রহমান, পাঁচলাইশ থানার আহবায়ক মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, ইকবাল পারভেজ, আবদুল হামিদ পিন্টু, সেলিমউদ্দিন রাসেল, আবদুল্লাহ আল টিটু, তাজুল ইসলাম, হেলাল উদ্দিন, গুলজার হোসেন, মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গনি, শাহজালাল পলাশ, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মো: সাগীর, মো: আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, নুরুল আমিন, আসাদুজ্জামান রুবেল, ওমর ইমতিয়াজ টিটু, সহ সম্পাদক মন্ডলীর সদস্য মো: আতিকুর রহমান, মো: সাহেদুল ইসলাম, কামাল উদ্দিন, কমল জ্যোতি বড়–য়া, মনোয়ার হোসেন মানিক, কামরুল ইসলাম, আবদুল আউয়াল টিপু, হাফেজ কামাল উদ্দিন, মেজবাহ উদ্দিন মিন্টু, হামিদুল হক, জাহাঙ্গীর আলম বাবু, আশরাফ উদ্দিন, মো: জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, ইব্রাহীম খান, ইলিয়াছ হাসান মঞ্জু, মো: ইউছুফ, আবুল কালাম, সদস্য লতিফুর বারী সুমন, হাবিব উল্লাহ চৌধুরী, আবদুলাহ আল মামুন, আজিজ চৌধুরী, আফসার উদ্দৌলা অপু, থানা যুগ্ম আহবায়ক শেখ রাসেল, শওকত খান রাজু, মঞ্জুর আলম মঞ্জু, ওয়ার্ড আহবায়ক বাদশা আলমগীর, মো: হাসান, মো: আলি, মো: শাহবাজ, জহিরুল ইসলাম, মো: জাবেদ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দীপ্তি-শাহেদের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে র্যালী সহকারে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ষোলশহর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পন করা হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সালাহউদ্দিন সাহেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জিএম সালাউদ্দিন কাদের আসাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিটু, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মোঃ আনাছ, মু. নূরনবী মহররম, সদস্য নজরুল ইসলাম, আবু কাওসার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম প্রমুখ।
স্বেচ্ছাসেবক দল
বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে নবগঠিত বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ন-আহবায়ক মো:পারভেজ, এমদাদুল হক,সোহানুর রহমান সোহান,সদস্য সোহাগ গাজী,আবুল কালাম নিজামী,সাব্বির হোসেন,ইকবাল,হুমায়ুন।ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মো:রাসেল ফরাজি, মো:সোহাগ,মো:সাজ্জাদ হোসেন,মো:দিদার, মো:জয়, মো:কাইয়ুম,মো:হৃদয়,মো: শহীদুল্লাহ,মো:শরীফ প্রমূখ
হাটহাজারীতে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সকাল ১০ ঘটিকার সময় হাটহাজারী উপজেলার লালিয়ার হাটে সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের বাড়ীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সোলায়মান মঞ্জু। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. ফারুকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাকিম উদ্দিন, মোহাম্মদ আলম, সৈয়দ মোস্তফা আলম মাসুম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন চেয়ারম্যান, চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোঃ মহসিন, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন, ছিপাতলী ইউনিয়ন বিএনপির মোঃ খোরশেদুল আলম, ওয়ার্ড বিএনপি নেতা গাজী ইউসুফ, চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওনাইন চৌধুরী টিপু (মেম্বার), ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মোজাহের মিয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল হুদা সোহেল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহেদুল আজম সাহেদ, উত্তর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহেদ আলী, জেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ফোরকান ইকবাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সেলিম উদ্দীন, যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম মাহমুদ, মোঃ মইনুল ইসলাম, মোঃ সাহাবুদ্দীন, মোঃ খোরশেদ আলম, আবুল কালাম আজাদ, মেখল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ কাইয়্যুম মেম্বার, মোঃ ইয়াহিয়া জিয়া, শাহাদাত চৌধুরী, নুরুল আমিন, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোঃ এনামুল হক, পৌরসভা যুবদল নেতা আব্দুল মোতালেব মন্জু, মোঃ মইনউদ্দীন, উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান লিটন, পৌরসভা যুবদল নেতা আব্দুল মোতালেব মন্জু, মোঃ মইনউদ্দীন, উপজেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম নাসিম, যুবদল নেতা মোঃ ফিরোজ খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. জি কিবরীয়া, মৎস্যজীবি দল নেতা মোঃ মোবাশ্বের, মোঃ করিম, টিপু, ওসমান, নুরুল হক, মোঃ করিম, টিপু, ওসমান, নুরুল হক, তাজুল, মোঃ শাহজাহান, দেলোয়ার, বেলাল মিয়া, বিলাল, সোলাইমান, আছি মিয়া, হাসান মুরাদ, মহিউদ্দিন, রাজ্জাক, সম্রাট, রিপন, আজাদুল ইসলাম, মনসুর, সাইফুল, ইসমাইল, জামশেদ, আনোয়ার, সুলতান, ফখরুল, ইসাক, বখতিয়ারুল ইসলাম, মহিউদ্দিন, আরিফ, সুজন, জিয়াউদ্দীন, সাইফুল, মফিজুর রহমান, ওয়াসিম, ইকবাল, জাফর, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ আজম, উপজেলা মৎসজীবিদলের যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবকদলের সফি, দপ্তর সম্পাদক রুবেল, ছাত্রদলনেতা জিয়াউদ্দীন বাবলু, রায়হান মাহমুদ রিজবী, রাশেদ মিয়া, রবিউল, মুস্তাফিজুর রহমান, কাদের খান, তুষার, মেহেদী হাসান, ইকবাল, জিসান, সবুজ, রায়হান উল্লাহ্, সৈয়দ মিরাজুল ইসলাম নিশাত, মোঃ মুন্না, মোঃ ফরহাদ, মোঃ নঈম, মোঃ আলমগীর, মোঃ মিজান, মোঃ ইরফান, মোঃ শান্ত, মোঃ শাহিন, মুহাম্মদ মুনতাসির আবিদ, মোঃ মুন্না, মোঃ রাজেশ বণিক, শান্ত দাশ, মোঃ মোরশেদ, মোঃ জাহেদ প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম -এর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেএম আব্বাসের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন।