আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ পিএম, ১ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০১:৩৪ এএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
আজ বুধবার সকালে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আড়াইহাজার উপজেলা সদরে আশিক সুপার মার্কেটে পারভিন আক্তার এর রাজনৈতিক কার্যালয় এর সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আড়াইহাজার থানা বিএনপির উদ্যেগে সভায় সভাপতিত্ব করেন, থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল্লাহ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহিলা দলের কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনু।
প্রধান অতিথির বক্তব্যে পারভিন আক্তার বলেন, হামলা মামলা জেল জুলুম অত্যাচার চালাচ্ছে ভোটার বিহিন হাসিনা সরকার। দেশবাসিকে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবৈধ সরকারকে হটাতে দাত ভাঙ্গা জবাব দিতে যেনো তারা প্রস্তুত থাকেন।