সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৪ পিএম, ১ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ১০:০১ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি শুরু করা হয়।
বেলা ১১ টার সময় দলীয় অফিসের সামনে জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদের নেতৃত্ব বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভুইয়া সাফি, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দেলোয়ার হোসেন মিঠু, সহ দপ্তর সম্পাদক এনামুল হক, সহ প্রচার সম্পাদক রেজাউল করিম খান, ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন টুটুল, সহ শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহ তাঁতী বিষয়ক সম্পাদক মোঃ আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুন্না, জেলা ছাত্রদলের সহ সভাপতি মুনসি নিবির, জেলা ছাত্রদল নেতা আহসান হাবিব উজ্জ্বল।
পরে জেলা মৎজীবী দলের উদ্যোগে কাটাখালি নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা মৎজীবি দলের আহবায়ক নুরুল শেখ, সদস্য সচিব আলমাস হোসেন সহ মৎজীবি দলের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
বিকালে দলীয় অফিসে কোরআন খানি, দোয়া মাহফিল ও সন্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।