কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ১ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:১১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকাল ৪টায় কুমারখালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই হেল্প সেন্টার উদ্বোধন করা হয়।
কুমারখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
জেলা যুবদলের সহসভাপতি এ্যাড. শাতিল মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন, কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনোয়ার হোসেন, কুমারখালী উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মামুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক আল কামাল মোস্তফা, ছাত্র বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম সাবু, যদূবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম আসাদ, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আকমল হোসেন, পৌর যুবদলের সভাপতি আনিছুর রহমান লালু বিশ্বাস, থানা যুবদলের সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ, জেলা যুবদল নেতা ফেরদৌস খোন্দকার পরাগ, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, থানা মৎস্যজীবী দলের আহবায়ক ঝন্টু বিশ্বাস, থানা ছাত্রদলের আহবায়ক প্রার্থী আবুল কালাম আজাদ, পৌর ছাত্রদলের আহবায়ক প্রার্থী সালাউদ্দিন আহমেদ নিরাশ, থানা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক রাশেদ মলিক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম, সাবেক প্রচার সম্পাদক রহিম মন্ডল, জগন্নাথপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আহমেদ ইমতিয়াজ, সদকী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিঠু, থানা ছাত্রদল নেতা নঈম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী রুমী বলেন, দেশে একটা দানবীয় শক্তির উত্থান ঘটেছে। ওরা আমাদের সব কিছু তছনছ করে দিচ্ছে। দেশকে তারা মনুষ্য বসবাসে অযোগ্য করে তুলেছে। আজকে সত্যিকার অর্থেই একটা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে তারা; যার মূল ল্য হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমাদের ভবিষ্যত বংশধরকে যদি আমরা সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিতে চাই তাহলে আমাদের সকলকে জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কোনো বিকল্প নেই এখন রাস্তায় নেমে আসা ছাড়া। ভয়াবহ করোনা ভাইরাসে আমাদের অনেক নেতা কর্মী মৃত্যু বরণ করেছে এবং আক্তান্ত হয়েছে। আজ গণটিকার নামে নাটক করা হচ্ছে। মানুষ টিকার জন্য রাত থেকে লাইনে দাড়িও টিকা পাচ্ছে না। করোনা রোগীদের সাহায্যর জন্য আমরা এই করোনা হেল্প সেন্টার চালু করলাম। আপনাদের সাধ্যমত মানুষকে সাহায্য করবো।