ঢাকার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তথ্য না জেনে এই কথা বলেননি - শাজাহান খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৩ এএম, ৩১ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:১২ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
ঢাকার চন্দ্রিমা উদ্যানে সমাহিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ নেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তথ্য না জেনে এ কথা বলেননি।
গতকাল রোববার সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
সাবেক মন্ত্রী আরো বলেন, ‘আজ জিয়াউর রহমানের লাশ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। একটা দেশের সরকারপ্রধান তিনি যখন বলেন, তথ্য না জেনে বলতে পারেন? আমি মনে করি না। তিনি কখনও ফালতু কথা বলার মানুষ নন। যদি আজকে প্রমাণ করতে চান প্রমাণ করেন। ডিএনএ টেস্ট করেন। এই কথাটা আজকের না, এই কথাটা যখন জিয়াউর রহমানকে ওখানে দাফন করা হয়েছিল তখন কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে, তাহলে এই লাশটা কার? কে দেখেছে এই লাশ? তার ছেলে, মেয়ে, স্ত্রী কেউ তার লাশ দেখেনি। কোনো মানুষ দেখেনি। তাহলে এই লাশটা কার? এ নিয়ে বিতর্ক উত্থাপিত হয়েছিল তাকে যখন এখানে কবর দেয়া হয়েছিল তখনই এই প্রশ্ন এসেছিল।’ তাই ঢাকার চন্দ্রিমা উদ্যানে সমাহিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ নিয়ে বিতর্কের জেরে ডিএনএ টেস্টের প্রস্তাব জানিয়েছেন তিনি।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার, আশুলিয়া, ধামরাই, শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলনে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম খান ও যুগ্ম সদস্যসচিব রাকিবুল ইসলাম সোহাগ প্রমুখসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।