টঙ্গীবাড়ীতে ড্রেজার পাইপ বসাতে খেলার মাঠ কেটে ফেললেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৮ পিএম, ৩০ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ১১:৩০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ড্রেজার পাইপ বসাতে শতবর্ষী একটি খেলার মাঠ কেটে খুড়ে রাখা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ওই মাঠে স্থানীয়দের খেলাধুলা। উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ধামারন এলাকায় ড্রেজার ব্যবসা পরিচালনার সুবিধার্থে ১০০ বছরের পুরনো ওই খেলার মাঠটি কেটে ফেলা হয়েছে।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ড্রেজার পাইপ বসানোর জন্য লম্বা করে খুড়ে রাখা হয়েছে খেলার মাঠটি।
স্থানীয়রা জানিয়েছে, মুীন্সগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ মোল্লা ব্যবসা পরিচালনা করার জন্য এভাবে মাটি খুঁডড়ে রেখেছে। তার সাথে অংশীদার হিসেবে রয়েছেন বজ্রযোগিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু শেখ।
স্থানীয় হৃদয় শেখ জানান, ফিরোজ মোল্লা, জহিরুল ইসলাম ও অপু ড্রেজারের পাইপ নেয়ার জন্য ঐতিহ্যবাহী এই খেলার মাঠ কাটতে আসলে আমরা তাদের বাঁধা দেই। কিন্তু তারা আমাদের হুমকি-ধমকি দিয়ে ত্রাস সৃষ্টি করে জোরজবরদস্তি করে মাঠ কেটে ফেলে।
শিশু তাহসিন বেপারী (১১) বলেন, প্রতিদিনের মত সকালে মাঠে খেলতে এসেছিলাম। এসে দেখি মাঠ কাটা। আমরা এর বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে বজ্রযোগিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ মোল্লা ড্রেজার ব্যবসার জন্য মাঠ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, তার অগোচরে শ্রমিকরা মাঠ কাটার কাজ করেছে, মাঠ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য তিনি শ্রমিকদের বলেছেন। টঙ্গীবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারভীন খানম বলেন, এ বিষয়ে খোঁজখবর নিতে স্থানীয় তহসিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে । ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।