বিএনপি'র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ৩০ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
আগামী ১ সেপ্টেম্বর ২০২১ বিএনপি'র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিম্নক্ত কর্মসূচি গ্রহণ করেছেঃ
কেন্দ্রীয় কর্মসূচিঃ
# ০১ সেপ্টেম্বর বুধবার সকাল ৬টায় বিএনপি'র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।
সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
বেলা ১১-৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র নেতৃবৃন্দ শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
বেলা ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সহযোগিতায় হেলথ ক্যাম্প এবং করোনা রোগীদের জন্য ঔষধ ও করোনা সামগ্রী বিতরণ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ।
# ০২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০ টায় বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা।
সারাদেশের কর্মসূচিঃ ১ সেপ্টেম্বর বিএনপি'র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসহ বিভিন্ন ইউনিটে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।