ছাত্রলীগের হামলায় ঢাবি ছাত্রদল নেতা রনি আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫১ পিএম, ২৯ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০২:৫৪ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি সহ আটককৃত সকল ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ রবিবার (২৯ আগস্ট) উক্ত মিছিল চলাকালীন সময়ে ছাত্রলীগের সশস্ত্র গুন্ডারা ছাত্রদলের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এতে অনেকেই গুরুতর আহত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক এসএম মাহমুদুল হাসান রনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাহমুদুল হাসান রনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের বর্বরোচিত হামলার মূল অনুপ্রেরণায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত দুইদিন আগে তিনি ছাত্রলীগকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে ইঙ্গিত দিয়েছেন। ছাত্রলীগ তার কথায় অনুপ্রাণিত হয়ে আজকের এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে।"
তিনি আরো বলেন, "ছাত্রলীগ যে স্বপ্ন দেখছে ক্যাম্পাসে তারা একক আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম চালাবে, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের স্বপ্ন কখনো পূরণ হতে দেবে না। আমরা সাধারন শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছিলাম আছি এবং থাকব।"