ওবায়দুল কাদেরের উস্কানিতে আমাদের উপর হামলা - ঢাবি ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৫ পিএম, ২৯ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৭:১৫ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উস্কানিতে ছাত্রলীগ হামলা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
আজ রবিবার দুপুরে ছাত্রদলের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ছাত্রদল নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে বিএনসিসি ভবনের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক শোডাউন দিয়ে, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমাদের ১৯ জন নেতাকর্মী গুরুতরসহ আরও বেশ কিছু নেতাকর্মীও আহত হয়েছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং বিচার দাবি করছি।
ওবায়দুল কাদের উস্কানিতে হামলা উল্লেখ করে রাকিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত পরশু দিন ছাত্রলীগের প্রোগ্রামে আমাদের উপর ইঙ্গিত করে বলছে যে, আমরা নাকি ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাই। আমরা মনে করি এটার অংশ হিসেবে আজ আমাদের ওপর হামলা হয়েছে।
হুঁশিয়ার জানিয়ে তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে বিতাড়ন করার সুগভীর চক্রান্তের অংশ হিসেবে বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ চায় ছাত্রদল যেন ক্যাম্পাসে না থাকতে পারে। আমরাও হুঁশিয়ার করে বলতে চাই, এই দিন দিন না আরো দিন আছে। আপনারাও বিরোধী দলে আসবেন এটাও মাথায় রাখবেন। এসব হামলার জবাব আপনারা পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেন বলেন, আমাদের দুইজন কেন্দ্রীয় নেতাকে যখন সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী যখন গুম করার উদ্দেশ্যে গ্রেফতার করে নিয়ে যায় তখন স্বাভাবিকভাবে এর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। প্রতিবাদের অংশ হিসেবে আমরা শহিদ মিনার থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে যাওয়ার সময় বিএনসিসি পার হলেই ছাত্রলীগ যারা ক্যাম্পাসকে বহিরাগত দিয়ে সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সবাইকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা করেছে। তাতে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম খান আনিক, যুগ্ম আহবায়ক হাসান আল আরিফ, যুগ্ম আহবায়ক এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম আহবায়ক শরীফ প্রধান, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, আহবায়ক সদস্য এস এম দিদারুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, ফারহান আরিফ, নাসির উদ্দিন শাওন, হাজী মুহম্মদ মহসিন হল ছাত্রদলের সভাপতি মোঃ ওমর ফারুক মামুন, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্, সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ সভাপতি আলমগীর হোসেনসহ আরো অনেকে হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
এর আগে এদিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ সংগঠনের ২০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।
তবে এ হামলা ছাত্রলীগ নয় সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
তিনি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘাতকদের যারা উত্তরাধিকারী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা যাদের একমাত্র রাজনৈতিক এসাইনমেন্ট এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিল করতে চায়, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম খান আনিক, খোরশেদ আলম সোহেল, হাসান আল আরিফ, এবিএম ইজাজুল কবির রুয়েল, শরীফ প্রধান, আরিফুল ইসলাম, মো. এনামুল হক এনাম, মো. মাহামুদুল হাসান রনি, আহবায়ক সদস্য এস এম দিদারুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, ফারহান আরিফ, নাসির উদ্দিন শাওন, বায়োজিদ, হাজী মুহম্মদ মহসিন হল ছাত্রদলের সভাপতি মোঃ ওমর ফারুক মামুন, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্,সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ সভাপতি আলমগীর হোসেন সহ অনেকে।