ইসি’কে আয়-ব্যয়ের হিসাব দিলো আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২০ পিএম, ২৯ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ১০:১০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
নির্বাচন কমিশনে (ইসি) বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব দিয়েছে আওয়ামী লীগ।
আজ রবিবার (২৯ আগস্ট) নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকারের কাছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোবহান গোলাপ এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
২০২০ বর্ষের নিরীক্ষা হিসাব জমা দেয় দলটি। হিসেবে দেখা যায়, গত বছর দলটির মোট আয় ছিলো ১০ কোটি ৩৩ লক্ষ ৪৩ হাজার ৫৩৩ টাকা। যা ২০১৯ এর তুলনায় ১০ কোটি ৬৮ লক্ষ ৯৭ হাজার ৭৯৭ টাকা কম। অর্থাৎ ২০১৯ সালের তুলনায় ৫১ শতাংশ আয় কমেছে তাদের।
আর মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লক্ষ ৪৯ হাজার ৯৩১ টাকা। অর্থাৎ ১৯ এর তুলনায় ব্যয় বেড়েছে ২১ শতাংশ।