টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: মঞ্জু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩০ পিএম, ২৮ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৪৮ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশ্বের সব দেশ যখন করোনা টিকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছে, তখন আমাদের দেশে করোনা টিকার পূর্ণ নিশ্চয়তা মেলেনি। মাস্ক পরে আর সাবান দিয়ে হাত ধুয়ে করোনা মোকাবিলা করা সম্ভব হবে না।
আজ শনিবার (২৮ জুলাই) দুপুরে খুলনা বিএনপি পরিচালিত করোনা কল সেন্টারে রাশিদা তালেব, সাহানা পরভীন ও ডা. মনির হাসান প্রদত্ত অক্সিজেন সিলিন্ডার গ্রহনকালে তিনি এসব কথা বলেন।
সাবেক সাংসদ মঞ্জু বলেন, বিনাভোটের জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতা হারানো ভয়ে দিশেহারা হয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমানকে প্রতিনিয়ত অপমান করছেন। নানাভাবে কটূক্তি করা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। দেশের বরেণ্য একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক, তাকে নিয়ে প্রতিনিয়ত এ ধরনের কথা বলা অসার বাচলতা। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগই জড়িত।
তিনি অক্সিজেন সিলিন্ডার দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএনপির কল সেন্টারে এখন অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ৬১টি। বিগত দেড় বছর যাবৎ খুলনা মহানগর বিএনপি করোনা রোগিদের সেবায় কাজ করে আসছে।
সিলিন্ডার গ্রহনকালে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জাফরুল্লাহ খান সাচ্চু, কমান্ডার আবু জাফর, রেহেনা আক্তার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিশ মিরাজ, মিজানুর রহমান মিলটন, বদরুল আনাম খান, খান শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, মেজবাহ উদ্দিন মিজু, জামাল উদ্দিন মোড়ল, জাকির হোসেন, ফিরোজ আহমেদ, এবাদুল হক, সাজ্জাদ হোসেন জিতু, এমরান হোসেন, কাওসারী জাহান মঞ্জু, শেখ আল মামুন, আলমগীর হোসেন, মাসুদ রুমি, তুহিন ইসলাম প্রমূখ।