কুষ্টিয়ায় থানা ও পৌর বিএনপির উদ্যেগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৫ পিএম, ২৬ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:০২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুষ্টিয়া থানা ও পৌর বিএনপির উদ্যেগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ আগস্ট) বিকালে কুষ্টিয়া সদর থানা বিএনপির কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া সদর থানা বিএনপির সভাপতি বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এ সময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহাশিন আলী, পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনারুল ইসলাম আন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসান, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মিল্টন হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সদর থানা ও পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, করোনা ভাইরাসের যে ধরনটি এখন বেশি ছড়াচ্ছে তা ডেল্টা ভ্যারিয়েন্ট। করোনাকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা সরকার গ্রহণ করেছে, আমাদের দেশে শেষ পর্যন্ত মৃত্যু উপত্যকায় পরিণত না হয়- এটা নিয়ে আমরা চিন্তিত। আমরা মহামারী করোনা ভাইরাসে জনগনের পাশে থেকে কাজ করতে চাই। কিন্তু সরকার আমাদের এই উদ্যেগকে বাধা গ্রস্থ করছে। তারপরেও সকল বাধা উপেক্ষা করে আমরা করোনা হেল্প সেন্টার চালু রাখবো।