শহীদ জিয়ার সততা, দেশপ্রেম ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে - ডা.শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ পিএম, ২৪ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৪৮ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা.শাহাদাত হোসেন বলেছেন, শহীদ জিয়ার সততা, দেশপ্রেম ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। শহীদ জিয়ার সততা, দেশপ্রেম ও জনপ্রিয়তাকে তারা ডিঙ্গাতে পারছে না বলেই শহীদ জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে এই সরকার। বিশ্বের মানচিত্র যতদিন বাংলাদেশের নাম লিখা থাকবে, ততদিন স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ জিয়ার নাম লিখা থাকবে। কারণ সেই ১৯৭১ সালে ২৬ শে মার্চ রাত্রে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শুধু তাই নয় শহীদ জিয়া নিজের ও পরিবারের মায়া ত্যাগ করে জেড ফোর্স গঠন করে দীর্ঘ নয় মাস রণাঙ্গনের যুদ্ধে নেতৃত্ব দিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন। আর মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালে তৎকালীন সরকার প্রধান রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান শহীদ জিয়াকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিলেন। আজকে যারা শহীদ জিয়ার অবদানকে অস্বীকার করে ইতিহাস বিকৃত করলেও এই দেশের মানুষের অন্তর থেকে শহীদ জিয়ার সততা, দেশপ্রাণ ও উন্নয়নকে মুছে ফেলতে পারবে না।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিদিন বিএনপি'র শত শত নেতাকর্মী নির্যাতন - নিপীড়ন ও মিথ্যা মামলার শিকার হচ্ছে। এই সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। সরকারের সমালোচনা করলেই মামলা। সরকারের কালো আইনে সাংবাদিক থেকে সাধারন জনগন কেউ রেহাই পাচ্ছে না।
আজ মঙ্গলবার যোহর কোর্টহিল জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালাদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় বেগম খালেদা জিয়া মুক্তি মঞ্চের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও মুক্তি কামনা করে হয়। পাশাপাশি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয় এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও জিয়া পরিবার এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্টহিল জামে মসজিদের খতিব মাওলানা গোলাম রহমান আইয়ুব।
বেগম খালেদা জিয়া মুক্তি মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট এম আনোয়ার হোসেন এবং সদস্য সচিব এডভোকেট রফিকুল হকের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এনামুল হক, সাবেক সভাপতি এস এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার সরোয়ার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আলি চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার মহসিন, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট আবু নাসের বিন হাসেম, এডভোকেট তৌহিদ হোসেন সিকদার, এডভোকেট সৈয়দ মেজবাহউদ্দিন, এডভোকেট আবুল ফজল তালুকদার, অ্যাডভোকেট এম দেলোয়ার হোসেন, এডভোকেট লোকমান শাহ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট কামরুল হাসনাত, এডভোকেট মাহমুদুল আলম চৌধুরী, এডভোকেট জাহেদ হোসেন, এডভোকেট আব্দুল আজিজ, এডভোকেট ওমর ফারুক, এডভোকেট মাহমুদুল হক, এডভোকেট শামছুল আবেদিন, এডভোকেট মির্জা ইকবাল, এডভোকেট খাইরুদ্দিন মাহমুদ, এডভোকেট শহিদুল ইসলাম রিটন, সরওয়ার কামাল, মোহাম্মদ আলমগীর, মোঃ সালাউদ্দিন, ইয়াসিন আরাফাত প্রমূখ।
এর আগে দুপুরে তারেক রহমান সাইবার দলের উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে তারেক রহমান সাইবার দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কারানির্যাতিত আইসিটি মামলায় জেলে থাকা আবু বক্কর সিদ্দিকী সোহেলের পরিবারকে নগদ ২০০০০ টাকা আর্থিক অনুদান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আরিফ মেহেদী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা টিপু, এফ এ এফ রুমি, সাবেক ছাত্রদল সহ-সভাপতি রিদওয়ানুল হক হৃদু ও ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।