সন্ত্রাসীদের রামরাজত্ব প্রতিহত করে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের ঘোষণা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪২ পিএম, ২২ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৪:০৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম আইন কলেজ শাখার উদ্যোগে কমিটি গঠনকল্পে আইন কলেজের হল রুমে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২২ আগস্ট) আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল হোসেন রবির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এস এম ইকবাল বলেন দুর্নীতিবাজ স্বৈরাচারী সরকারের হিংস্র থাবা থেকে দেশ ও গণতন্ত্রকে মুক্ত করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ ও সুসংগঠিত ছাত্রদল। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বন্দি। আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে অবস্থান করছেন। গণতন্ত্র রক্ষায় ও ছাত্ররাজনীতিকে কলুষমুক্ত করতে ছাত্রদলকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এড. জায়েদ বিন রশিদ, আইন কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি দিদারুল আলম টিপু, সাবেক সহ সভাপতি এড. ইকবাল।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান আরিফুর রহমান মিঠু বলেন, ছাত্র রাজনীতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসীদের রামরাজত্ব প্রতিহত করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রয়োজনে ছাত্র রাজনীতি যুগ যুগান্তরে আমাদের নেতৃত্বের ঘাটতি পূরণে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক ও উক্ত কলেজের দায়িত্বপ্রাপ্ত টিম সদস্য জায়েদ হোসেন খান জসি, নগর ছাত্রদলের সদস্য ডি এইচ শিশির, এখলাস উদ্দিন সুমন, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তানভীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম চৌধুরী, মো: ইউসুফ, মনোয়ারা বেগম কলি, তাসলিমা আক্তার, তানিয়া শারমিন প্রমুখ।