সোনারগাঁয়ে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক আ’লীগ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৩ পিএম, ২১ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ১০:১৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সোনারগাঁও থানা পুলিশের তালিকাভুক্ত রাসেল আহাম্মেদ নামের এক মাদক ব্যবসায়ীর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছেন। তার আগমন উপলক্ষ্যে ওই এলাকার বিভিন্ন অলিগলিতে ব্যানার সাঁটিয়েছে মাদক ব্যবসায়ী রাসেল আহাম্মেদ।
স্থানীয় আওয়ামীলীগ নেতারার জানান, নিজের মাদক ব্যবসা পাকাপোক্ত করতেই আওয়ামীলীগের শীর্ষ নেতাদের অতিথি করে অনুষ্ঠানের আয়োজন করে মাদক ব্যবসা বিনা বাধায় চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছে রাসেল আহাম্মেদ।
তবে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর আয়োজিত অনুষ্ঠানে কিভাবে সাবেক এমপি কায়সার হাসনাত প্রধান অতিথি হয়েছে তা নিয়ে এলাকায় নিন্দার ঝড় বইয়ে যাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীর অভিযুক্ত রাসেল আহাম্মেদের আয়োজিত অতুষ্ঠানে আওয়ামীলীগের সাবেক এই এমপির আগমনের ব্যানার দেখে নানা প্রশ্ন তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। তারা বলছেন, যেখানে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সেখানে সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছেন শীর্ষ নেতারা।
স্থানীয়রা জানিয়েছেন, ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামীকাল রবিবার (২২ আগস্ট) উপজেলার পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর এলাকায় এক দোয়া ও গণভোজের আয়োজন করেছে এর মাদক ব্যবসায়ি রাসেল।
এই কর্মসূচির বিষয়ে বিভিন্ন এলাকার অলিগলিতে ব্যানার সাটিয়েছে রাসেল আহাম্মেদ। যে ব্যানারে ছবি সহ প্রধান অতিথি হিসেবে দেখানো হয়েছে সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবং উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে। একই ব্যানারে রাসেল আহাম্মেদের ছবিও ছাপানো হয়েছে।
জানা গেছে, কয়েক বছর পূর্বে সোনারগাঁও থানা পুলিশ মাদক ব্যবসায়ীদের একটি তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় পিরোজপুর ইউপি থেকে কুরবানপুর এলাকার সাফায়েত উল্লাহর ছেলে রাসেল আহাম্মেদের নাম তালিকাভুক্ত করা হয়। তাকে ৪৫নং মাদক ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত করা হয়। রাসেল আহম্মেদের বিরুদ্ধে সোনারগাঁও থানা ও লালবাগ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলা সহ ৫টি মামলা রয়েছে।
মামলাগুলোর মধ্যে রয়েছে- ২০১৯ সালের ২৭ জানুয়ারী মারামারির মামলায় এহাজারভুক্ত আসামি। (মামলা নং ৭৮। ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬ ধারায় ওই মামলাটি দায়ের করা হয়)। এ ছাড়াও ২০১৮ সালের ২৩ জুলাই একটি মামলায় আসামি হয় রাসেল আহাম্মেদ। (যার মামলা নং ৮০/৫৪৮। ২২(গ)/২৫, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়। ২০১৮ সালের ৪ মার্চ ডিএমপির লালবাগ থানায় ৮/৭৪ নং একটি মাদক মামলার আসামি রাসেল আহাম্মেদ। ১৯(১) এর ৯ (খ) এর ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ২০১৭ সালের ১৫ জানুয়ারি সোনারগাঁও থানায় আরেকটি মারামারির মামলায় আসামি হয় রাসেল আহাম্মেদ। (যার মামলা নং ২৮। ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮৯/১১৪/৫০৬ ধারায়) মামলাটি দায়ের করা হয়। এখানে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০১৯ সালের ২৮ জুন তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় আরেকটি মারামারির মামলা হয়। (যার মামলা নং ৭৫। ১৪৩/৩০৭/৩২৬/৩৮৫/৩৭৯/১১৪ ধারায়) মামলাটি দায়ের করা হয়।