গাংনীতে হাস্যোজ্জ্বল ছবি দিয়ে শোকদিবসের ব্যানার, ৩ যুবলীগ নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৭ পিএম, ২১ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০১:২৮ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
শোক দিবসের ব্যানার ফেস্টুনে সানগ্লাস পরিহিত নিজেদের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ব্যানার তৈরির অপরাধে মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল পলাশ ও যুগ্ম সম্পাদক মজিরুল ইসলামকে দল থেকে কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে মেহেরপুর জেলা যুবলীগ।
মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান স্বাক্ষরিত এ কারণ দর্শানো নোটিশ প্রকাশ করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বাঙালি জাতির তথা বাংলাদেশের সবচেয়ে বড় শোকাবহ দিন। গেলো ১৫ আগস্ট জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সানগ্লাস পরিচিত হাস্যোজ্জ্বল ছবি দিয়ে শোক দিবসের ফেস্টুন করা উপহাসের শামিল।
গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে এ ধরনের ব্যানার, ফেস্টুন বানিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাদেরকে দল থেকে কেন বহিষ্কার করা হবে না তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য আদেশ প্রদান করা হলো।
সেই সাথে ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো। এই কারণ দর্শানোর নোটিশ অভিযুক্ত ৩ জন ছাড়াও যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।