ধামরাইয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৪ পিএম, ২১ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০২:২২ এএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ধামরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।
গতকাল শুক্রবার (২০ আগস্ট) উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
আরো উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, থানার যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন পিন্টু, আব্দুল হালিম, অন্যতম সদস্য মোশতাক আহমেদ সহ সদর ইউনিয়ন এর অসংখ্য নেতাকর্মী।
দোয়ায় দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়, এছাড়া বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এ সময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি মাদ্রাসায় এতিম ছাত্রদের কয়েকটি সিলিং ফ্যান উপহার হিসেবে প্রদান করেন।