সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিএনপির স্মরণ সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ২০ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:৩৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির সাবেক মহাসচিব, এলজিআরডি মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে স্মরণ সভা ও দোয়া-মাহফিল করেছে জেলা বিএনপি।
আজ শুক্রবার বাদ জুমা শহরের স্টেশন রোডস্থ বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। সালাম তালুকদারের জীবন স্মৃতি সর্ম্পকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, শহর বিএনপির আহবায়ক মাইন উদ্দিন বাবুল, সদস্য সচিব শাহ মাসুদ প্রমূখ। আলোচনা শেষে সালাম তালুকদারের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
স্মরণ সভা ও দোয়া-মাহফিলে ওয়ারেছ আলী মামুন বলেছেন, জনাব সালাম তালুকদার মহাসচিবের দায়িত্বকালে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করে ছিলেন, মন্ত্রী থাকাকালীন সময়ে সারা দেশের ন্যায় জমালপুর জেলার উন্নয়নেও তিনি ভূমিকা রেখেছেন। তার এই অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্বাভরে স্মরণ করবে।
তিনি সরকারের সমালোচনা করে আরো বলেন, বর্তমান সরকার এখন এমন দেউলিয়া হয়ে গেছে যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে দোয়া পর্যন্ত করতে দেওয়া হয় না। একই চিত্র এখন সারা দেশে হয়ে গেছে। তিনি আগামী দিনে সরকারের পতন নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহন করার আহ্বান জানান।