রাজধানীতে থানায় থানায় বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৪ এএম, ১৯ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:২৬ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসা নেতাকর্মীদের ওপর সরকারের নির্দেশে পুলিশের নির্মম হামলা, গুলিবর্ষণ, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ, লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।
আজ বুধবার পুলিশি বাধা, হামলা, গ্রেফতার উপেক্ষা করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ পালন করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর নেতৃত্বে প্রথমে মৌচাক এলাকায় মিছিলের প্রস্তুতিকালে সেখানে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। পরে তারা মালিবাগ বিশ্বরোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ সেখানেও বাধা দেয়, পরে তারা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপি ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-১৪ আসনের থানায় থানায় বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজুর তত্ত্বাবধায়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
দারুসসালাম থানা বিএনপির বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দারুসসালাম থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মৃধা, সহ-সভাপতি মোহাম্মদ কালাম সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইয়াসিন, আমানউল্লাহ, লিটন খান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ জাভেদ, ১০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক মাকসুদ, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বশির আহম্মেদ, মিরপুর থানা কৃষক দলের সভাপতি এসএম মিরাজ ইমন প্রমুখ নেতৃবৃন্দ। মিরপুর থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান এনা, আজিজুর রহমান রতন, ৭ নং ওয়ার্ডের বিএনপি নেতা ফয়সাল আহমেদ, ১১ নং ওয়ার্ডের শাকিল আহম্মেদ স্বপন, ১২ নং ওয়ার্ড বিএনপি নেতা গাজী জহিরুল ইসলাম সবুজ, মাসুদ, আজিজ, তুহিন প্রমুখ নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস মৃধা এবং সাধারণ সম্পাদক অ্যাড. ফারুকুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল খিলগাঁও থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক ও শ্যামপুর থানা বিএনপির সভাপতি, আ ন ম সাইফুল ইসলামের নেতৃত্বে রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, মোশারফ হোসেন খোকন, চকবাজার থানা বিএনপির সভাপতি আনোয়ার পারভেজ বাদল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবং চকবাজার থানা বিএনপির সহ-সভাপতি হাজী হুমায়ন কবিরের নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সূত্রাপর থানা বিএনপির সদস্য সচিব আজিজুল ইসলামের নেতৃত্বে পুরাতন ঢাকার রায় সাহেব বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কদমতলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদল রানার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও শাহবাগ থানা বিএনপির নেতা এম এ হান্নান, ২০ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক জাহিদ হোসেন নোয়াব ও আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শাহবাগ থানার ২০ নং ওয়ার্ডের সদস্য সচিব, রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে অপর একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অমর-২১ হলের সামনে থেকে শুরু হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেটের সামনে এসে শেষ হয়।
নিউমার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই থানার-১৮ নং ওয়ার্ড বিএনপিও আরেকটি মিছিল বের করে।
কামরাঙ্গীচর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আওলাদ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ডেমরা থানা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন রতন ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের নেতৃত্বে একটি এবং সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে অপর একটি মিছিল থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও মতিঝিল থানা বিএনপি, মুগদা থানা বিএনপি, কোতোয়ালী থানা বিএনপি ও বংশাল থানা বিএনপি নেতাকর্মীরা স্ব-স্ব এলাকায় বিক্ষোভ মিছিল করে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা ও নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদেরকে দিয়ে বিএনপিকে দমন করতে বেপরোয়া হয়ে উঠেছে। শহীদ জিয়ার মাজারে পুলিশের ন্যক্কারজনক হামলা সংঘটনের পর গতকালের হামলাও সেটিরই সুস্পষ্ট বহিঃপ্রকাশ। সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- দেশ এখন পুরোপুরি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। তবে ভোটারবিহীন সরকার এসব সন্ত্রাস করে নিজেদের ফ্যাসিবাদী শাসন প্রলম্বিত করতে পারবে না। জাতীয়তাবাদী শক্তি জনগণকে সাথে নিয়ে সরকারের ভয়াবহ দুঃশাসনের জবাব দিতে প্রস্তুত। করোনা মহামারির ভয়াবহ সংকট মোকাবিলায় ব্যর্থ আওয়ামী সরকার জনগণের পাশে নেই, তারা তাদের গদি রক্ষায় বিএনপিসহ বিরোধী দল দমনে যে নিপীড়ন চালাচ্ছে তা থেকে উত্তরণে জনগণ আর বসে থাকবে না বলেও উল্লেখ করেন আবদুস সালাম।