খুলনা মহানগর বিএনপি পরিচালিত কল সেন্টারে অনুদান গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৬ পিএম, ১৮ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৫২ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
করোনা ভাইরাস সংক্রামণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতায় ক্যাম্পেইন পরিচালনায় নগরীতে আগামী ২১ আগস্ট শনিবার থেকে খুলনা মহানগরীর মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার মাষ্ক ও সেনিটাইজার বিলি করবে খুলনা মহানগর বিএনপি।
গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২টায় খুলনা মহানগর বিএনপি পরিচালিত কল সেন্টারে অনুদান গ্রহণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এ ঘোষণা দেন।
তিনি বলেন, করেনা ভাইরাস থেকে রক্ষা পেতে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, জনগণকেও নিজস্ব প্রস্তুতি নিতে হবে। সংক্রমণ রোধ করতে না পারলে চিকিৎসা দিয়ে জনগণকে রক্ষা করা যাবে। সেজন্য কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানতে অবশ্যই সকলকে মাষ্ক পড়তে হবে। জনগণকে সচেতন করতে খুলনা মহানগর বিএনপি নগরীতে শনিবার থেকে জনগণের মাঝে ২০ হাজার মাষ্ক ও সেনিটাইজার বিলি করবে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ করোনা টিকা সরকারের অতি বিলম্বের তীব্র সমালোচনা করে সরকারের মন্ত্রীদের কথা কম বলে কাজ বেশী করার আহবান জানান। অনুদান গ্রহণ অনুষ্ঠানে খালিশপুরের সাবেক ছাত্র নেতা ফ্রান্স প্রবাসী কাজী ওয়ালিউল ইসলাম লিটন প্রদত্ত পাঁচ হাজার মাষ্ক গ্রহণ করে মানবতার সেবায় তার অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, মিসেস রেহানা আক্তার, কমান্ডার আবু জাফর, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মহিবুল্লাহ কচি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, শরিফুল ইসলাম বাবু, বদরুল আনাম, সিরাজুল ইসলাম লিটন, জামাল উদ্দিন মোড়ল, শামীম আশরাফ, সেলিম বড় মিয়া, সাজ্জাদ হোসেন জিতু, আশিকুর রহমান আশিক, আলমগীর হোসেন, তুহিন ইসলাম, আবীর হোসেন প্রমুখ।