সরকার বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তে লিপ্ত-মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৫ এএম, ১০ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০২:৪৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সরকার তাদের দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে হত্যা, গুম ও নির্যাতনের কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (৯ ডিসেম্বর) যশোরের ঝিকরগাছায় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিএনপি কর্মী রবিউল ইসলামের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গত ২ ডিসেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদল নেতা নজরুল ইসলামের বড় ভাই বিএনপি কর্মী রবিউল ইসলামকে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী সন্ত্রাসীদের এই ধরনের নৃশংস ও কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে জনগণের কাঁধে চেপে বসা বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে হত্যা, গুম ও নির্যাতনের কর্মসূচি হাতে নিয়েছে। জনসমর্থন শূন্যের কোঠায় আঁচ করতে পেরেই ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে দেশব্যাপী তান্ডব সৃষ্টির এক মহাযজ্ঞে লিপ্ত হয়েছে। আর এসব করার উদ্দেশ্যই হচ্ছে-দুঃশাসনকে দীর্ঘায়িত করা। আধিপত্য বিস্তারের জঘন্য মনোবৃত্তির কারণে ক্ষমতাসীনরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়।
বিএনপি মহাসচিব বলেন, রবিউল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে হত্যার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। সন্ত্রাসীদের হাতে নিহত রবিউল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং গভীর শোক প্রকাশ করছি। নিহতের পরিবারবর্গের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন মরহুম রবিউল ইসলামকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে এই শোক সইবার ও ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।