তজুমদ্দিনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৮ পিএম, ১৭ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:২০ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মদিন উপলক্ষে তার আরোগ্য, দীর্ঘায়ু, মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ আগষ্ট) বাদ জোহর বিভিন্ন মসজিদের এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এসময় মিলাদে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মহসিন মহাজন, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক সামছুদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা হেলাল উদ্দিন লিটন, সালাউদ্দিন কাজল হাওলাদার, মিজান মহাজন, কাজী আলাউদ্দিন, কামাল হোসেন মোল্লা, জামাল সিকদার, নান্নু মিয়া, আঃ খালেক বাবলু, মোঃ শিশির, নুরুদ্দিন, ওমর ফারুক, মোঃ নয়ন, মোঃ মিজান, জসিম পাটওয়ারী, ও সুমন পালোয়ান প্রমুখ।