লেবাননে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ১৭ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:০৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
১৫ আগষ্ট বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাঁর আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে লেবানন বিএনপির নির্বাহী শাখা কমিটি।
লেবানন বিএনপির সহ সভাপতি ওয়াসীম আকরাম এর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দেশবাসী সহ সমগ্র বিশ্বকে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য আহাদ আবদুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লেবানন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি সৈয়দ আলম, যুব বিষয়ক সম্পাদক আবদুল করিম, আপ্যায়ন সম্পাদক নুরুজ্জামান নুর, মহিলা দলের সভাপতি সোলতানা নুর, সাধারণ সম্পাদক জান্নাত আক্তার।
সেসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক জি.এম সুমন। এছাড়াও বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দীন, নাকাস শাখা কমিটির সভাপতি সুমন, যুবদল নেতা বাশার নেওয়াজ, আসাদুল কবির, আনোয়ার হোসেন আনোয়ার আকন, মোহাম্মদ আফজাল হোসেন, মুক্তার হোসেন, ওয়াদুর রহমান, মহিলা দলের সিনিয়র সহ সভাপতি মিনা আক্তারসহ অনেকে।
সমাপনী বক্তব্যে সভার সভাপতি ওয়াসীম আকরাম বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশ্ব মহামারী করোনাতে যারা চিরবিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা করেন। এছাড়াও বলেন সরকার বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই মিথ্যা ও হয়রানী মুলক মামলায় গৃহবন্দীভাবে আটকে রেখেছে। খালেদা জিয়া জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যের প্রতীক। বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করতে এবং দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে সুদূর প্রবাস থেকে আমাদের প্রাণপণ জীবন বাজি রেখে লড়াই- সংগ্রাম করতে হবে। এই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।
অবশেষে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।