জিয়ার মাজারে পুলিশ সঙ্গে বিএনপি কর্মীদের ব্যাপক সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৬ পিএম, ১৭ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:০২ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির কর্মসূচি পালন নিয়ে এই ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর সংঘর্ষ শুরু হয়।
এ সময় পুলিশকে একাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।
পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে ঢাকা মহানগর বিএনপির সাথে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাজারে এসেছিলেন।
এ সময় নেতাকর্মীরা মাজারে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর চড়াও হয় ও একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।