সরকার মানুষের জীবন নিয়ে খেলছে - রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ এএম, ১৭ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৫৯ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এর এত তদন্ত হয়েছে, বিচারও হয়েছে। কিন্তু এখন সে ঘটনা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সামনে আনা হয়েছে অত্যন্ত ষড়যন্ত্র ও চক্রান্তমূলকভাবে। বিএনপিকে নির্মূল করতে এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে সরকার।
আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত করোনা হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, এ নিয়ে একটি সুশীল পত্রিকার সম্পাদক সরকারের ঘনিষ্ঠ হতে এ জন্য একটি প্রবন্ধ ছেপেছে। ওই পত্রিকার সম্পাদকের অতীতের ঘটনা সবারই জানা আছে। মূলত সরকারের আনুকূল্য পেতে তিনি এ কাজ করেছেন। যা অত্যন্ত ষড়যন্ত্রমূলক। ১৫ আগস্টের ঘটনার বিচারের পর, এসবের মূল উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে নির্মূল করা। দেশকে বিরোধীদল শূন্য করা।
রিজভী বলেন, সরকারের ব্যর্থতায় করোনা পরিস্থিতি আজ ভয়াবহ আকার ধারণ করেছে। গত দেড় বছরে সরকার মানুষ বাঁচাতে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। হাসপাতালে অক্সিজেন নেই, আইসিইউ নেই, ভেন্টিলেটর নেই। নেই কোনো চিকিৎসা। এসব ব্যবস্থা না করে দলীয় নেতা-কর্মীদের উল্টো দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন। এখন দেখা গেছে গণটিকা নিতেও টাকা লাগে। দলীয় নেতাদের বাড়ি বাড়ি গিয়েও টিকা দিতে গেছে। টিকা নিয়ে সরকারের মন্ত্রীরা গলাবাজি করছে উল্লেখ করে রিজভী বলেন, এই যে টিকা আনা হয়েছে তার পিছনে সরকারের কোনো ভূমিকা নেই। বাংলাদেশি আমেরিকান কয়েকজন চিকিৎসক বাইডেন প্রশাসনে কর্মরত আছেন। তারা লবিং করে বাংলাদেশকে কোভ্যাক্সের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এখন কোভ্যাক্সের মাধ্যমে আমরা কোটি কোটি টিকা ফ্রি পাচ্ছি। সম্পূর্ণ বিনামূল্যে আরও টিকা আসবে। সেই টিকাই এখন দেয়া হচ্ছে, গণটিকা দেয়া হচ্ছে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই।
সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার মানুষের জীবন নিয়ে খেলা খেলছেন। আজকে ডানে বামে কত মানুষ মারা যাচ্ছেন। কেন্দ্র থেকে তৃর্ণমূল পর্যন্ত কত মানুষ ঝরে যাচ্ছেন। এটার একমাত্র কারণ পর্যাপ্ত চিকিৎসা গ্রহনণ করতে পারেনি সরকার। দেড় বছরে সরকার শুধু গলাবাজি-চাপাবাজি ছাড়া কিছুই করেনি। ফলে সারাদেশে মৃত্যুর বিভীষিকায় পরিণত হয়েছে।
বিএনপির এ নেতা আরও বলেন, বাংলাদেশের মতো এমন নির্যাতনকারী সরকার কোথাও নেই। শুধু মিথ্যা মামলা নয়, গুম-খুন নয় জীবন নাশের হুমকি রয়েছে পদে পদে। গুম-খুন বিচারবহির্ভূত হত্যা নিত্যদিনের চিত্র। জীবনের অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। দেশের বিরোধী দলের সাধারণ মানুষের পক্ষে কাজ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আমাদের নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন। আমাদের কাছে সরকারি কোনো অর্থ-ত্রাণ নেই। তারপরেও আমরা কেউ বসে নেই। আমরা সংগতি অনুযায়ী সারা দেশে কেন্দ্র থেকে শুরু করে, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকে করোনায় আক্রান্ত ব্যক্তির পক্ষে কাজ করছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনার, উকিল আব্দুস সাত্তার এমপি, সৈয়দ একে একরামুজ্জামান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আব্দুস সালামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোহাম্মদপুরে এক বিশেষ দোয়া মাহফিল ও গরীব অসহায়দের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমানের আয়োজনে দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন, যুবদল নেতা জাকির হোসেন নান্নু, মৎস্যজীবীকদল নেতা আবদুর রহিম, জাসাস নেতা জাকির হোসেন রোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।