বেগম খালেদা জিয়ার লড়াই আর সংগ্রামের বীরত্বপূর্ণ ইতিহাস জাতীয়তাবাদী শক্তির অনুপ্রেরণা - রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২১ এএম, ১৬ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৫:২৬ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, দেশ ও জাতির এক সংকটময় মুহূর্তে রাজপথের আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ ৯ বছরের সামরিক শাসনবিরোধী নিরবিচ্ছিন্ন আন্দোলনে স্বৈরাচারকে পরাজিত করে তিনি দেশে সাংবিধানিক গণতন্ত্রের ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তিনি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য নিরলস পরিশ্রম করে তার শাসনামলে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত করেন। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে আজ দীর্ঘ ৪২ বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন। রাজনীতিতে প্রবেশ করার পর থেকেই আজ অবধি তিনি এই দেশে সব অগণতান্ত্রিক দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে অবিরাম লড়াই অব্যাহত রেখেছেন। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষে অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি আজ কারান্তরীন। দেশ ও দেশের জনগণের জন্য তার চিরকালের লড়াই আর সংগ্রামের বীরত্বপূর্ণ ইতিহাস জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সাহস ও অনুপ্রেরণা। আজ ৭৭তম জন্মদিনে বেগম খালেদা জিয়ার মুক্তি, আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ পাক উনাকে নেক হায়াত দান করবেন। এই দেশের মুক্তিকামী জনগণকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এর নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো।
আজ রবিবার বাদ যোহর বিএনপি চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দল এর উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
চট্টগ্রাম স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, দেশ ও জনগণের স্বার্থে বেগম খালেদা জিয়া কোন অপশক্তির কাছে মাথা নত করেননি। দুর্যোগময় সময়ে তিনি জনগণকে ছেড়ে যাননি, জনগণের পাশে থেকেছেন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অপূর্ণ সব স্বপ্ন তিনি ন্যায়, শক্তি আর সাম্যের জয়গানে বাস্তবায়িত করেছেন। নেতৃত্ব শূন্য বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে বিশ্ব দরবারে দেশকে চিনিয়েছেন। ক্ষমতাহীন গত এক দশকেরও অধিক সময় জুড়ে দেশের মুক্তিকামী মানুষের একমাত্র অবলম্বন জাতীয়তাবাদী পরিবারের ওপর চলা অকথ্য দমনপীড়নকে তিনি সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন। আগামী দিনেও তার নেতৃত্বে হারানো গণতন্ত্র পুন:রুদ্ধার এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে রাজপথে থাকতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিজ্ঞাবদ্ধ।’
দোয়া মাহফিলে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দেশবাসী সহ সমগ্র বিশ্বকে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, খায়রুল আলম দিপু, এড. সাইদুল ইসলাম, হারুন আল রশিদ, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, এম. এ সালাম, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদসহ থানা ও ওয়াার্ড নেতৃবৃন্দ।
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম চট্টগ্রাম
দেশনেত্রী বেগম খালেদাজিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে ও চট্টগ্রাম মহানগর আইন ছাত্র ফোরামের আহবায়ক রাছাম চৌধুরী সাদমানের আত্মার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গরীব দুঃখী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আইন ছাত্র ফোরামের সদস্য সচিব শাহাদাত হোসেন আফনান, যুগ্ম আহবায়ক সাঈদ হাসান অভি, এস.এম.জহিরুল আমিন জহির, মোঃ আসাদ উল্লাহ, সৈয়দুর রহমান আকিব, রিয়াজুদ্দিন আহম্মদ চৌধুরী, ইয়াছিন আরাফাত টিটু, আদিত্য চৌধুরী আদি, মোঃ রিপন, বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদল নেতা আহনাফ চৌধুরী,মোঃ আজাদ, ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রদল নেতা মো: মিনহাজুল আবেদিন নান্নু, কুতুবউদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দরা খাবার বিতরণ শেষে রাছাম চৌধুরী সাদমানের কবর জেয়ারত ও গিলাফ পরিধান করানো হয়।
এই সময় উপস্থিত ছিলেন রাছাম চৌধুরী সাদমানের পিতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী। মোনাজাতে নেতৃবৃন্দ দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং রাছাম চৌধুরী সাদমানের আত্মার মাগফেরাত কামনা করেন।