কক্সবাজার জেলা ছাত্রদল নেতা মিজান ও জাহেদকে গ্রেফতার ও জেল হাজতে প্রেরণ কেন্দ্রের নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১০ পিএম, ১৩ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:০৩ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলার সিনিয়র যুগ্মসম্পাদক মিজানুল আলম ও সহ সাংগঠনিক জাহেদুল ইসলামকে নিজ নিজ এরিয়া থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গ্রেফতার দেখায় কক্সবাজার জেলা পুলিশ। অতঃপর আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। পুলিশের এহেন নির্বিচারে গ্রেফতার ও আদালতের এহেন আচরণে সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করত চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
আজ শুক্রবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, যেখানে বর্তমানে করোনার ভয়াবহতায় পুরো বাংলাদেশ বিপর্যস্ত সেই পরিস্থিতিতে কোন নিরপরাধ ছাত্রনেতাকে গ্রেফতার করা প্রতিহিংসা ও পাশবিকতা ছাড়া কিছু না! আবার সবার আস্থার স্থল আদালতের কাছ থেকে এমন পক্ষপাতিত্ব আচরণ আমরা প্রত্যাশা করি না। আমরা বিশ্বাস করি যে, এভাবে পুলিশ আর আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার আর বেশি দিন ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে থাকতে পারবে না।
তাই নেতৃদ্বয় অবিলম্বে এসব উজবুক, অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ দ্রুত ছাত্রনেতা মিজান, জাহেদসহ সকল রাজবন্দীকে নিঃশর্ত মুক্তির দাবী জানান।