আওয়ামী লীগ নেতার ৫৯১ বস্তা পচা চাল সরকারি গোডাউনে!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ এএম, ১৩ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:২৯ এএম, ১ নভেম্বর,শুক্রবার,২০২৪
সরকারি গুদামে পচা চাল ঢোকাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। ট্রাক থেকে চাল আনলোড করার সময় পচা ও নিম্নমানের চালগুলো দেখে ফেলে স্থানীয়রা। তারাই খবর দেয় প্রশাসনকে। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে অভিযোগের সত্যতা পান। জব্দ করেন ৫৯১ বস্তা পচা ও নিম্নমানের চাল। নাটোর সদর উপজেলা খাদ্য গোডাউনের ৬ নম্বর গোডাউন থেকে ৫৯১ বস্তা পচা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও খাদ্য গোডাউন কর্মকর্তারা জানান, নাটোর পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু তিনজন মিলারের নাম করে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে ৫৯১ বস্তা চাল নিয়ে আসেন। সকালে ওসি এলএসডি মফিজ উদ্দিনের তত্ত্বাবধানে চালগুলো গোডাউনে আনলোড করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ঘটনাস্থলে গিয়ে পচা ও নিম্নমানের চালগুলো জব্দ করেন।
ইউএনও বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা বলেন, আমরা নিম্নমানের চাল পেয়েছি। বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে অভিযোগ অস্বীকার করে ওসি এলএসডি মফিজ উদ্দিন দাবি করেন, তিনি সকালে গোডাউনে উপস্থিত ছিলেন না। গোডাউনের কর্মচারী ও শ্রমিকরা চাল অনলোড করেছে। তার গোডাউনে চাল নামল তিনি জানেন না কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।