আরাফাত রহমান কোকোর ৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় দফতরে কোরআন খতম ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০২ পিএম, ১২ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:১৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কনিষ্ঠ ভ্রাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিএনপির কেন্দ্রীয় দফতরে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল থেকে কোরআন খতম শেষে দুপুর ১.৩০ মিঃ এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক মাওলানা আলমগীর।
এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক এড.আবদুস সালাম, সহ দফতর সম্পাদক মনিরুজ্জামান মনির, তাইফুল ইসলাম টিপু, সদস্য রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও আরাফাত রহমান কোকো রাজনীতিতে জড়ান নাই, কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তাঁকে। ১/১১'র অনৈতিক সরকারের বিরাজনীতিকরণ ও আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নির্বাসিত জীবনে সুচিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন মিতভাষী, প্রচার বিমুখ কিন্তু প্রচন্ড ক্রীড়ামোদী এই কাজপাগল ব্যক্তি। তাঁর ৫২ তম জন্মবার্ষিকীতে সকলে দোয়া করি, আল্লাহ যেনো তাঁকে বেহেশত নসীব করেন এবং তাঁর মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভাই তারেক রহমান ও স্ত্রী-কন্যাসহ জিয়া পরিবারকে হেফাজত করেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাউফিক দান করেন।