বিএনপি নেতা হায়দার আলীর মৃত্যু, শেরপুর উপজেলা বিএনপির শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩০ পিএম, ১২ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:০২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার (১১ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেকে) মৃত্যুবরণ করেন।
শেরপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ভিপি শহিদুল ইসলাম বাবলু মৃত্যুর খবরটি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ, এস,আর গ্রুপের কর্ণধার আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কে,এম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, শেরপুর শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র বাবু স্বাধীন কুমার কুন্ডু, মহিলা দল সভানেত্রী ও শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুঁটি, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিন্টু, হাসানুল মারুফ শিমুল, মজনুর রহমান মজনু, জাহিদুর রহমান টুলু, শেরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব নুরুল ইসলাম নূর।
কুসুম্বী ইউনিয়ন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, গাড়িদহ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বাছেদ, মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা মহসীন আলী, ভবানীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রশিদ মুকুল, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই সিদ্দিকী হেলাল, উপজেলা যুবদল নেতা মোস্তাফিজার রহমান নিলু,আশরাফুদ্দৌলা মামুন, আবু রায়হান, মামুনুর রশিদ আপেল, সবাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, সদস্য সচিব দুলাল সরকার, শেরপুর শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন, সদস্য সচিব সাদ্দাম হোসেন সরকার, শেরপুর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল বাকী, লিমন হোসেন, আরমান প্রমুখ।