কুমিল্লায় ছিনতাইয়ের মামলায় শ্রমিক লীগ নেত্রী কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ পিএম, ১১ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ১১:১৯ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুমিল্লার তিতাস উপজেলার শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তারকে ছিনতাই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ ঘটনায় সংগঠন থেকে মৌসুমীকে বহিষ্কার করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, সোমবার উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া মেয়েকে নিয়ে দুই লাখ ১২ হাজার টাকা সোনালী ব্যাংক হোমনা শাখায় জমা দিতে যান। ব্যাংকে ভিড় থাকায় টাকা জমা না দিয়ে বাড়িতে ফেরার পথে হোমনা বাজারে মৌসুমী ও তার চার সহযোগী মনু মিয়াকে গতিরোধ করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন তিন নারী ছিনতাইকারীকে আটক করেন। তবে মৌসুমী পালিয়ে যান। পরে এক লাখ টাকার মধ্যে ৮০ হাজার টাকা দিলে আটকদের ছেড়ে দেয়া হবে জানালে, মৌসুমী টাকা নিয়ে ঘটনাস্থলে যান। এরপর স্থানীয়রা চার নারীকে পুলিশের হাতে সোপর্দ করেন।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, মনু মিয়া বাদী হয়ে মামলা করেছেন।
প্রাথমিক তদন্তে শ্রমিক লীগ নেত্রী মৌসুমীসহ চার নারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য মৌসুমী, তার সহযোগী হাছিনা আক্তার, আঁখি সরকার ও শিউলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে জড়ানোর কারণে মৌসুমিকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠন বিরোধী কর্মকান্ড করে কেউ রক্ষা পাবে না।