চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের পক্ষে ঔষুধ ও করোনা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩২ পিএম, ১১ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৫৯ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক প্রদত্ত ঔষুধপত্র এবং করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ঔষুধপত্র ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দেশের প্রতিদিন করোনা রোগী বাড়ছে, সে সাথে বাড়ছে অক্সিজের চাহিদা, বিভিন্ন রকম ঔষুধের চাহিদা, সেই সুবাধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
করোনা সারা দেশে ছড়িয়ে পড়েছে দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। মানুষ করোনার সাথে যুদ্ধ করে চলছে। আমাদের লড়াই করে কাজ করতে হবে। যতদিন করোনা থাকবে ততদিন মানুষের পাশে থাকতে হবে। সরকারকে দেশের সকল মানুষের জন্য টিকা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, সরকার গণটিকা প্রদানেও দলীয়করণে পরিণত করেছে। যা অত্যন্ত দুঃখ জনক। টিকা নিতে এক জনের পাশে একজন স্বাস্থ্যবিধি না মেনে লাইনে দাঁড়িয়ে আছে। তাতে করোনা বিস্তার হচ্ছে। বেশি বেশি করে বুথ খোলে লোকের চাপ কমাতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের যতদিন করোনা থাকবে ততদিন মানুষের পাশে থাকার উদাত্ত আহ্বান জানান এবং জেলা বিএপির পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. ফোরকান, আব্দুল গফ্ফার চৌধুরী, ফৌজুল আমিন চৌধুরী, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, জামাল হোসেন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন করিব আনসার, লায়ন হেলাল উদ্দিন, নুরুল কবির, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, বিএনপি নেতা মোঃ ওসমান, মোঃ ইফতেখার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম।